Social Icons

Featured Posts

Monday, June 13, 2016

Digital Logic Design

ডিজিটাল লজিক ডিজাইন

This Course Is For Computer Science & Electrical Engineering Students.
They Can Cover Their Syllabus With This Course watching This From Home & Anywhere!
কোর্সটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের উপযোগী করে তৈরী করা।

 

একটি ছোট্ট উদাহরণ দিয়ে ডিজিটাল লজিক ডিজাইন সম্পর্কে ধারণা দেয়ার চেষ্টা করি। ধরুন আপনি একটি ডিজিটাল থার্মোমিটার তৈরী করতে চান, যাতে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে। তাপমাত্রা সেলসিয়াস না ফরেনহাইটে দেখতে চান সেই অপশন থাকবে। তো এটা তৈরী করার জন্য আপনার প্রথমে খাতা কলমে পুরো জিনিসটার একটি নকশা বা ডিজাইন দাঁড়া করাতে হবে। কি কি উপকরণ লাগবে, কোনটা কিভাবে কানেক্ট করবেন, ডিজাইনটি বাস্তবায়ন করার পর আদৌ কাজ করবে কিনা – এরকম অনেক কিছু জানার দরকার আছে।
এই কোর্সে আমি এসব ব্যাপারেই ধারণা দেয়ার চেষ্টা করব একেবারে মৌলিক বিষয়গুলো থেকে শুরু করে। তার মানে একেবারে শূন্য থেকে শুরু করে ধাপে ধাপে কিভাবে একটি ডিজিটাল সার্কিট শেষ পর্যন্ত তৈরী করা যায় তা আমরা শিখব। ইচ্ছা আছে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি হাতে কলমে সার্কিট কিভাবে তৈরী করতে হয় সেটা দেখনোর জন্য কয়েকটি ছোট সার্কিট প্রজেক্টও সম্পূর্ণ করার। আশা করি সবাই এই কোর্সের মাধ্যমে উপকৃত হবেন।

কোর্স নির্মাতাঃ
মুহাম্মদ নাজমুস সাকিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার কৌশলে ব্যাচেলর শেষ করে বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ক্যারোলিনাতে পিএইচডি করছেন। তার গবেষনার ক্ষেত্র নেটওয়ার্ক সিকিউরিটি। পাশাপাশি তিনি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ডিজিটাল লজিক ডিজাইন কোর্সের অন্যতম শিক্ষক হিসেবে কর্মরত আছেন!

কোর্স উৎসঃ শিক্ষক.কম।

কাদের জন্য কোর্স?

(স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সবার জন্য) – কোর্সটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের উপযোগী করে তৈরী করা।

লেকচারগুলোর বর্ণনা/কোর্সের সিলেবাস

কোর্সে ১৪ টি লেকচার থাকবে।
লেকচার সমূহ –


লেকচার ১-ক



 CLICK HERE FOR MORE LECTURES



All rights Reserved By shikkhok.com & http://oceantutorials.blogspot.com/

Friday, June 3, 2016

Welcome To OCean Of Tutorials

This is a Educational Blog.
You can Have All Kinds Of Educational Help & Video Lectures Here!
Learn & share Your Knowledge to Everyone.
Thanks For Visiting!
 
All Rights Reserved By Ocean Of Tutorials.Powered ByTeam Ocean Of tutorials